• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়োগে অসৎ আচরণ : শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

  শিক্ষা ডেস্ক

২৫ জুন ২০১৯, ১১:৩৫
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুরের বোয়লমারী উপজেলার হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহীম অসৎ ও সংশয়পূর্ণ আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, কিছুদিন আগে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার শিক্ষা কর্মকর্তা আব্দুর রহীম উপজেলার হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার আপারেটর পদে নিয়োগে অসৎ ও সংশয়পূর্ণ আচরণ করেছন বলে অভিযোগ পাওয়া যায়। ওই শিক্ষা কর্মকর্তার অসৎ আচরণের ফলে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলেও বলা হয় অভিযোগে।

এ অভিযোগটি আমলে নিয়ে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এ ব্যাপারে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলে, অভিযোগটি আমলে নিয়ে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা অঞ্চলের কলেজ শাখার উপপরিচালককে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে অভিযোগটি তদন্ত করে শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে এ কর্মকর্তাকে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড