• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেতন বকেয়া

এতিম ছাত্রীকে পরীক্ষায় বসতে দিল না প্রধান শিক্ষক

  শিক্ষা ডেস্ক

২৩ জুন ২০১৯, ১৬:১৫
পটুয়াখালী
ছবি : দৈনিক অধিকার

বেতন বকেয়া থাকায় পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এক এতিম ছাত্রীকে পরীক্ষায় বসতে দিল না প্রধান শিক্ষক। ভুক্তভোগী ইদিতা জাহান আদুরী বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

জানা যায়, শনিবার (২২ জুন) সকালে আদুরীর অর্ধবার্ষিক পরীক্ষা ছিল। বিদ্যালয়ে তার বকেয়া বেতন ছিল ৮০০ টাকা।

এ ব্যাপারে জানতে চাইলে আদুরীর মা ফিরোজা বেগম বলেন, শনিবার সকালে পরীক্ষা শুরুর আগে তাকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্যারের কছে গিয়ে ৩০০ টাকা নিয়ে পরীক্ষা দেওয়ার অনুমতির জন্য অনুরোধ করি। মিজানুর রহমান অনুমতি না দিয়ে টেবিল থেকে টাকা ছুঁড়ে মারেন এবং রুম থেকে বের করে দেন। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা অপেক্ষা করার পরও অনুমতি না পেয়ে মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরি।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, কোনো ছাত্রীকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়নি। শনিবার ছিল পরীক্ষার প্রথম দিন। হয়তো পরে আসতে বলা হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড