• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

বেতন বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধনের ডাক

  শিক্ষা ডেস্ক

১৮ জুন ২০১৯, ২২:২৯
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ছবি : সংগৃহীত)

এক বছরে দুই দফায় শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিভাবকরা।

মঙ্গলবার (১৮ জুন) অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক রোস্তম আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বছরে দুই দফায় শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করেছে। জুলাই ২০১৯ থেকে ২০০ টাকা বেশি প্রদান করতে হবে। টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানটির বনশ্রী, মুগদা ও মতিঝিল শাখার সামনে আগামী শনিবার (২৯ জুন) সকাল ৭টায় অভিভাবকরা একযোগে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে পুরনো শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর ভর্তির সময় সেশন চার্জের নামে যে ৮ হাজার টাকা আদায় করা হয় তা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। অবিলম্বে এ সকল পদ্ধতি পরিবর্তন না করলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দেয়া হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড