• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘শিক্ষার্থীদের খাতা-কলমও ফ্রি দেয়া উচিত’

  অধিকার ডেস্ক    ১৮ জুন ২০১৯, ২১:৩৩

মো. নজরুল ইসলাম খান
সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান (ছবি : সংগৃহীত)

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে খাতা ও কলম বিনা মূল্যে সরবরাহ করার জন্য সরকারকে বাজেট বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান।

সোমবার (১৮ জুন) বিকালে তিনি জানান, বর্তমানে সরকার শুধু মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে বই দেয়। আর অর্ধেকেরও কম শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়। ইউরোপ-আমেরিকাসহ মধ্যম আয়ের অনেক দেশেই শিক্ষার্থীদের বই-খাতা-কলম-পেন্সিলসহ সব কিছুই স্কুল-কলেজ থেকে বিনা মূল্যে দেয়া হয়। সরকারই এর জন্য বাজেট বরাদ্দ রাখেন। আমাদের দেশেও তাই হওয়া উচিত। বর্তমান আওয়ামী লীগ সরকারই মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে বই দেয়া শুরু করেছে। স্নাতক পর্যন্ত ছেলেমেয়েদের উপবৃত্তি ও মেয়েদের ফ্রি পড়াশোনা চালু করেছে।

এছাড়া তিনি আরও বলেন, শিক্ষার্থীরা খালি হাতে স্কুল-কলেজে যাবে। স্কুল-কলেজেই বই-খাতা-কলম সব থাকবে। আরও উন্নত কাগজে বই ছাপতে হবে। যাতে বই নষ্ট না হয়। স্কুলে বই থাকলে বইগুলো ভালো থাকবে। বাসায়ও যদি কেউ বই পড়তে চায় তারা ইন্টারনেট থেকে নামিয়ে পড়বে। সারা দেশেই ইন্টারনেট চালু রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড