• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আরও ৮৩ সরকারি কলেজে অনার্স-মাস্টার্স চালু

  শিক্ষা ডেস্ক

১৮ জুন ২০১৯, ২০:১৫
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

সরকার উদ্যোগ নিয়েছে দেশের ৮৩টি সরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু করার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কলেজগুলোর তথ্য চেয়েছে।

সোমবার (১৭ জুন) শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠায় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে কলেজগুলোর একটি তালিকাও পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে। এছাড়া কলেজ ওয়ারি তথ্য প্রেরণে নির্দিষ্ট ছক অধিদপ্তরে পাঠিয়েছে মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে কলেজের নাম, অবস্থান এবং আয়তন, শিক্ষার্থী সংখ্যা, কলেজে যেসব বিষয়ে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্স রয়েছে তার তালিকা, বিদ্যমান অনার্স বিষয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা, অনার্স কোর্সের জন্য প্রার্থীত বিষয় ও প্রার্থীত বিষয়ে শিক্ষক সংখ্যা, নিকটবর্তী অনার্স কলেজের দূরুত্ব ও প্রার্থীত বিষয়ে ভৌত অবকাঠামোগত সুবিধার বর্ণনা পাঠাতে বলা হয়েছে। আগামী ২৩ জুনের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে বলে জানা যায়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড