• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিতর্ক মানুষকে সাহসী ও আত্মবিশ্বাসী করে

  শিক্ষা ডেস্ক

১৬ জুন ২০১৯, ০৮:০৯
শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত)

বিতর্ক মানুষকে সাহসী ও আত্মবিশ্বাসী করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, বিতর্কের মাধ্যমে ভাষার ওপর এক ধরনের দক্ষতা তৈরি হয়। বিতর্ক মানুষকে বাচনভঙ্গি শিখায়।

শনিবার (১৫ জুন) রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি জানান, শুধু বাচনভঙ্গির কারণে অনেক সময় কম গুরুত্বপূর্ণ কথাও মানুষ আগ্রহ নিয়ে শুনে। আবার বাচনভঙ্গির কারণে অনেক গুরুত্বপূর্ণ কথাও গুরুত্ব কম পায়। বিতর্ক মানুষকে পরমতসহিষ্ণুতা শিখায়।

প্রসঙ্গত, খুলনার সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয় এ প্রতিযোগিতায় রানারআপ হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড