• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী মাসে

  শিক্ষা ডেস্ক

২৭ মে ২০১৯, ১৪:১০
পিএসসি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (ছবি : সংগৃহীত)

আগামী জুন মাসে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তারা।

পিএসসির অধীনে অনুষ্ঠিতব্য ওই পরীক্ষায় ১ হাজার ৩৭৮ পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ২ লাখ ৩৫ হাজার চাকরিপ্রত্যাশী।

জানা যায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার পর প্রথমবারের মতো সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গেল বছরের ১০ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ৮ অক্টোবর।

পিএসসির কর্মকর্তারা বলেন, সাত মাস আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদন নেওয়া হয়েছে। এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। তাই শিগগিরই পরীক্ষার তারিখের ঘোষণা দিতে চায় পিএসসি।

এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান মোহম্মদ সাদিক সাংবাদিকদের জানান, বিভিন্ন বিসিএস ও সিনিয়র স্কেল পরীক্ষা এবং নন–ক্যাডার নিয়োগ নিয়ে ব্যস্ত সময় পার করছে পিএসসি। মাধ্যমিকের শিক্ষক নিয়োগে প্রায় ২ লাখ ৩৫ হাজার প্রার্থী আবেদন করেছেন। বিপরীতে পদ আছে ১ হাজার ৩৭৮। তাদের পরীক্ষা আগামী জুনের শেষ দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই সময়েই পরীক্ষা হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড