• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদ বোনাসের চেক দেরিতে ছাড়ায় শিক্ষকদের ক্ষোভ

  শিক্ষা ডেস্ক

২৬ মে ২০১৯, ২১:০৬
বিটিএ
বাংলাদেশ শিক্ষক সমিতি (ছবি : সংগৃহীত)

ঈদুল ফিতর এবং মে মাসের বেতন-ভাতার চেক দেরিতে ছাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষক নেতারা।

শনিবার (২৫ মে) বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার নেতাদের আয়োজিত এক বর্ধিত সভা ও ইফতার মাহফিলে ঈদের বোনাস দেরিতে দেওয়ার কারণে তারা এই ক্ষোভ প্রকাশ করেন।

বেসরকারি শিক্ষক নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বোনাস ও বেতন উত্তোলনের শেষ দিন ৩ জুন হওয়ায় ঈদের আগে তা ব্যাংক থেকে পাওয়া যাবে না। এছাড়া জেনে শুনে দেরিতে চেক ছাড়ার কারণ ‘প্রহসন’ হিসেবে চিহ্নিত করেছেন শিক্ষক নেতারা।’

শিক্ষক নেতারা আরও উল্লেখ করেন, ৪ জুন থেকে ব্যাংকগুলোতে ঈদুল ফিতরের বন্ধ থাকবে। আর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই শেষ দিনে বেতন বিল ব্যাংকে জমা দেয়।

এছাড়াও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের জন্য বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তনের আদেশটি বাতিলের দাবি জানিয়েছেন বিটিএ নেতারা। এবং একই সঙ্গে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত নেতাবৃন্দ।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড