• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রেণিকক্ষ সঙ্কটে চরবংশী মহিলা মাদ্রাসা

  শিক্ষা ডেস্ক

১৮ মে ২০১৯, ১৩:৪৩
মাদ্রাসা
চরবংশী মহিলা মাদ্রাসা (ছবি : সংগৃহীত)

শিক্ষক ও শ্রেণিকক্ষ সঙ্কট, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানসহ নানা সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশী মহিলা মাদ্রাসা। বর্তমানে শ্রেণিকক্ষের সঙ্কটে ভবনের বারান্দায় ক্লাস করছে মাদ্রাসার শিক্ষার্থীরা।

জানা যায়, ১৯৭৩ সালে ১৬ শতাংশ জায়গার সাইক্লোন শেলটারে মহিলা মাদ্রাসাটি স্থাপন করা হয়। এ উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখেন তৎকালীন বাসিন্দা হাফেজ সালে আহম্মেদ। এ সময় ৬ জন শিক্ষক ও প্রায় ৫০ জন ছাত্রী নিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপরে এলাকার আরও দুই ব্যক্তি মাদ্রাসা সংলগ্ন আরও ২০ শতাংশ জমি দান করেন। ওই বছরই নতুন স্থানে একটি টিনশেডে ৫ম থেকে দাখিল পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলতে থাকে। ১৯৭৭ সালে এমপিওভুক্ত হয় মাদ্রাসাটি। পরে স্থানীয় লোকজনের বিভিন্ন দানের টাকায় আরও ৪৩ শতাংশ জমি মাদ্রাসার নামে ক্রয় করে ৬৩ শতাংশ জমির ওপর চরবংশী মহিলা মাদ্রাসাটি গড়ে উঠে।

শিক্ষক ও শ্রেণিকক্ষের সঙ্কটের কথা উল্লেখ করে মাদ্রাসা সুপার মাওলানা মো. সহিদ উল্যা বলেন, ‘বর্তমানে এখানে ১৫ জন শিক্ষক ও কর্মচারী আছেন, কিন্তু পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য তা অপর্যাপ্ত। এছাড়া, নতুন ভবন না থাকায় শিক্ষার্থীদের বসার পর্যাপ্ত জায়গা দেওয়া যাচ্ছে না।’

এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি গাজী মো. নাজিম উদ্দিন বলেন, ‘পর্যাপ্ত সরকারি সুযোগ-সুবিধা না থাকায় শিক্ষার মানোন্নয়ন হচ্ছে না। সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা বখাটেদের উত্ত্যক্তের শিকার হচ্ছে। বিষয়গুলো জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক জানান, ‘আমি এখানে নতুন আসায় মাদ্রাসার এসব সমস্যা জানা ছিল না। এ ব্যাপারে দ্রুত পরিদর্শন করে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড