• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মঠবাড়িয়ায় ১৪৩ শিক্ষার্থীর জিপিএ-৫, শীর্ষে কে এম লতীফ

  মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর

০৬ মে ২০১৯, ২২:৪২
কে এম লতীফ ইনস্টিটিউশন
মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশন (ছবি : সংগৃহীত)

পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ১২১টি এবং মাদ্রাসা পর্যায়ে ২২টি জিপিএ-৫ পেয়েছে।

বরাবরের মতো এ বছরও ৪৭টি জিপিএ-৫ পেয়ে ঐতিহ্যবাহী কে এম লতীফ ইনস্টিটিউশন শীর্ষ স্থানে রয়েছে।

উপজেলার কে এম লতীফ ইনস্টিটিউশন জিপিএ-৫ পেয়েছে ৪৭টি, তুষখালী মাধ্যমিক বিদ্যালয় ১৭টি, সাফা মাধ্যমিক বিদ্যালয় ১৫টি, মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ ১১টি, গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ৮টি, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭টি, ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয় ৪টি, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ২টি, বড়মাছুয়া হাই ইনস্টিটিউশন ২টি, সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয় ১টি, কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ১টি, সোনাখালী মুন্সী আ. কাদের মাধ্যমিক বিদ্যালয় ১টি, মিঠাখালী পিজিএস মাধ্যমিক বিদ্যালয় ১টি, বেতমোর রাজপাড়া মাধ্যমিক বিদ্যালয় ১টি, ছগির মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ১টি, তুষখালী আদর্শ বালিকা বিদ্যালয় ১টি, এনসি তমেজিয়া মাধ্যমিক বিদ্যালয় ১টি জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া উপজেলার দেবীপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ৯টি, শেখ ফজিলাতুন্নেসা মহিলা কামিল মাদ্রাসা ৩টি, মিঠাখালী-গুদিঘাটা আলিম মাদ্রাসা ৩টি, দাউদখালী ফাজিল মাদ্রাসা ২টি, ধানীসাফা সালেহিয়া ফাজিল মাদ্রাসা ২টি, বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসা ২টি এবং আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসা ১টি জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য, এ বছর উপজেলায় ৮৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৮৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছিল।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড