• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও কওমির প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত

  অধিকার ডেস্ক

২৫ এপ্রিল ২০১৯, ১৩:৩১
কওমি মাদ্রাসা
ছবি : সংগৃহীত

আবারও ফাঁস হয়েছে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার প্রশ্নপত্র। এজন্য বৃহস্পতিবারের (২৫ এপ্রিল) পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কওমি মাদ্রাসা বোর্ডের কেন্দ্রীয় সদস্য ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া গওহরডাঙ্গার চেয়ারম্যান মুফতি রুহুল আমিন।

তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের কারণে দাওরায়ে হাদিস জামাতের বৃহস্পতিবারের (২৫ এপ্রিল) আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত এই পরীক্ষা পুনরায় কবে অনুষ্ঠিত হবে তা জানতে চাইলে তিনি বলেন, সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী বিষয়গুলোর পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে আজ (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) একটি জরুরি বৈঠক হবে। বৈঠকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবন্দ উপস্থিত থাকবেন। তারাই বৈঠকে সিদ্ধান্ত নেবেন আগামী বিষয়গুলোর পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কি না। যা পরে জানানো হবে।

প্রসঙ্গত, এর আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ১২ এপ্রিল কওমি মাদ্রাসার অধিভুক্ত দাওরায়ে হাদিস পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড