• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পড়াশোনা মনের জগৎকে প্রসারিত করে : শিক্ষামন্ত্রী

  অধিকার ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, ০৯:৩৮
শিক্ষামন্ত্রী
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পড়াশোনা আমাদের পুরো জগৎকে ঘুরে দেখায়। মনের জগৎকে প্রসারিত করে। এ কারণে পড়াশোনা না করলে মানবজীবনের অর্থটা সংকীর্ণ হয়ে ওঠে। স্রষ্টা যে অসীম সম্ভাবনা দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার সার্থকতা অনেকখানি কমে যায়।’

সোমবার (২২ এপ্রিল) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অধ্যাপক কামরুন নাহার বেগম রচিত ‘আমার দেখা অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া ও ইউরোপের ১৩টি দেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতারা যদি ডায়েরি লেখার অভ্যাস না করতেন, তাহলে মুক্তিযুদ্ধ এবং এর আগের ইতিহাস জাতির কাছে অজানা থেকেই যেত। সবাইকে আত্মসমালেচনা ও পরনিন্দা পরিহারের লক্ষ্যে জ্ঞান অন্বেষণ করা উচিত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তেব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘বর্তমান যুগে শিক্ষার্থীরা বইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে জ্ঞান আহরণ করছে না। ফলে অন্যান্য দেশের সংস্কৃতি, ভাষা, জীবন সংগ্রাম সম্পর্কে জানার সীমা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে আসছে। বই পড়ি না, ইচ্ছে হলে ল্যাপটপের মনিটর খুলে বসি। এর বাইরে তথ্যের জন্য গুগলের সহায়তা নেই না। কেউ ফেইসবুকে কী লিখল, কোনটা ভাইরাল হলো, সেটা নিয়ে পড়ে থাকি। আমাদের আত্মোপলব্ধি করতে হবে, লিখতে এবং পড়ার পরিসীমা বাড়াতে হবে।’

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে নিজের গ্রন্থ নিয়ে লেখিকা অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম অনুভূতি ব্যক্ত করেন। এরপর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এম. এ. সালাম।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড