• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সলিমগঞ্জ দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ১০:৫০
ব্রাহ্মণবাড়িয়া
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ দিগন্ত প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় ১৭ জন জিপিএ ফাইভপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও সলিমগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ বশিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক, সলিমগঞ্জ এ. আর. এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, স্কুলের অধ্যক্ষ মো. খলিল উল্লাহ্।

আরও উপস্থিত ছিলেন- নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহম্মদ, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ, সলিমগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মাইনুল হক সিকদার, সলিমগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, বড়িকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি লুৎফর রাহমান লাল মিয়া, সলিমগঞ্জ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ মিয়া, সাহনুর সরকার, মো. পাকরুল হাসান, মো. মোরশেদ আলম প্রমুখ।

বক্তারা প্রতিষ্ঠানের উন্নয়নে ধর্ণাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। পরে অতিথিদের মেধাবী শিক্ষার্থীদের হাতে ১২টি প্রতিষ্ঠানের উদ্যোগে দেওয়া ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন এবং শ্রেণিভিত্তিক মেধা পুরস্কারসহ বার্ষিক খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড