• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবারও ভিকারুননিসায় অবৈধভাবে ভর্তি করা হলো ৪৫৯ শিক্ষার্থী

  অধিকার ডেস্ক

১৬ এপ্রিল ২০১৯, ১২:১৫
ভিকারুননিসা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (ছবি : সংগৃহীত)

ঘোষিত আসনের বাইরে নানা প্রক্রিয়ায় নানা কৌশল অবলম্বন করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারও অবৈধভাবে ৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্ত দল।

জানা জায়, অতিরিক্ত ভর্তি হওয়া শিক্ষার্থীর মধ্যে আবেদন না করা বেশ কয়েকজন শিক্ষার্থী আছে। এছাড়া, লটারি ও লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীও ভর্তি করা হয়েছে। এসব অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অর্থের লেনদেনের অভিযোগ উঠেছে।

তদন্তকারীরা সাংবাদিকদের জানায়, অতিরিক্ত ভর্তির অভিযোগ বিভিন্ন মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে দাখিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও অভিযোগ গেছে। শিক্ষা মন্ত্রণালয়ে ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পর তদন্ত করার নির্দেশ দেওয়া হয় মাউশি অধিদপ্তরকে। অধিদপ্তর তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। ওই কমিটির প্রধান করা হয়েছে মাউশির ঢাকা অঞ্চলের পরিচালককে। এছাড়া, কলেজ শাখার উপ-পরিচালক এবং কলেজ শাখার সহকারী পরিচালক আছেন ওই কমিটিতে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড