• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন

  খাগড়াছড়ি প্রতিনিধি

২৫ মার্চ ২০১৯, ২০:৪১
মানববন্ধন
অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

সোমবার (২৫ মার্চ) দুপুরে পানছড়ি কলেজ মাঠে ছাত্র-ছাত্রী ও সচেতন অভিভাবকের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে কলেজ শিক্ষার্থী ও অভিভাবকরা, ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানান।

এ সময় অভিভাবকদের পক্ষ থেকে, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহসভাপতি বরেন্দ্র লাল ত্রিপুরা, সমাজ সেবক সাচিং মারমাসহ স্থানীয় অভিভাবক ও অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেয়।

উল্লেখ্য, গত রবিবার পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিরুদ্ধে অনিয়মে অভিযোগ এনে কলেজটির বেসরকারি অংশের বেতন ভাতা দাবিতে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষক ও কর্মচারী সমন্বয় পরিষদ। কলেজে পরীক্ষা বর্জনকারী শিক্ষকরা সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেয়। সংবাদ সম্মেলনের পর দিন আজ সোমবার তার প্রতিবাদের মানববন্ধন করে স্থানীয় অভিভাবক ও কলেজ শিক্ষার্থীরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড