• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশন হাই স্কুল

নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়, ইউএনওর কাছে অভিযোগ

  দেবহাটা প্রতিনিধি, সাতক্ষীরা

২৩ মার্চ ২০১৯, ২১:৫৮
বিবিএমপি ইনস্টিটিউশন হাই স্কুল
দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশন হাই স্কুল (ছবি : সংগৃহীত)

দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাই স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে নিবন্ধনের জন্য অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর আওতায় গত ১০-০৩-২০১৯ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের নিবন্ধন ফিস বাবদ ১৮০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে ৩২০ টাকা আদায় করছে। একই সাথে ছবি তোলার জন্য আরও ৩০ টাকা প্রদান করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, 'আমাদের নিবন্ধনের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। যা আমাদের পরিবারের জন্য খুবই কষ্টদায়ক। তাই শিক্ষার্থীর সম্মিলিতভাবে নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছে।'

অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পালের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'বোর্ড ফি ১৮০ টাকা কিন্তু বিভিন্ন স্কুল নিচ্ছে ২০০ টাকা। আমরা অত্যবার্ষিকীয় ফি হিসাবে ১০০ টাকা ও বোর্ড ফি, ইন্টারনেট খরচসহ সব মিলে ৩০০ টাকা নির্ধারণ করেছি।'

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন জানান, 'বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আমার কাছে অভিযোগ করা মাত্রই একজন অফিসারের উপর তদন্ত ভার অর্পণ করেছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।'

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড