• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিমাসের ৫ তারিখের মধ্যে পরিদর্শন প্রতিবেদন পাঠানোর আদেশ জারি

  অধিকার ডেস্ক

১৯ মার্চ ২০১৯, ১১:০৭
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

প্রতিমাসের ৫ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন প্রতিবেদন পাঠাতে আদেশ জারি করেছে অধিদপ্তর। মাসের ৫ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিদর্শন প্রতিবেদন পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের এবং ২ তারিখের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পরিদর্শন প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মার্চ) অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আদেশে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারের পরিদর্শনে প্রাপ্ত তথ্য নির্ধারিত তথ্য ছক অনুযায়ী প্রতিমাসের ২ তারিখ জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠাতে হবে। আর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য প্রতিমাসের ৫ তারিখের মধ্যে একত্রিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইংয়ে পাঠাতে বলা হয়েছে। অধিদপ্তরে নির্ধারিত তথ্য ছকের সফট কপি ও হার্ডকপি পাঠাতে হবে।

আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড