• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের ৩ শিক্ষককে তিরস্কার দণ্ড

  অধিকার ডেস্ক

১৮ মার্চ ২০১৯, ১১:১২
তিরস্কার দণ্ড
ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল (ছবি : সংগৃহীত)

ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের তিন শিক্ষককে তিরস্কার দণ্ড দিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক। এ তিন শিক্ষক গেল সাতই মার্চ স্বাক্ষর করেছেন ৯ মার্চ পর্যন্ত। এছাড়া, তাদের একজন ফেব্রুয়ারি মাস ২৮ দিনের হলেও স্বাক্ষর করেছেন ২৯ দিন! এসব অনৈতিক কাজের অভিযোগে তাদেরকে তিরস্কার দণ্ড দেওয়া হয়েছে বলে জানা যায়।

দণ্ডপ্রাপ্ত এ তিন শিক্ষক হলেন- ইংরেজির সহকারী শিক্ষক সাখাওয়াৎ হোসেন, বাংলার সহকারী শিক্ষক শরিফুন্নাহার, চারু ও কারুকলা বিষয়ের সহকারী শিক্ষক কমল চন্দ্র কর্মকার।

এ তিন শিক্ষককে পৃথক চিঠি দিয়ে তিরস্কার করে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।

জানা যায়, প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন গেল ৭ মার্চ শিক্ষকদের হাজিরা খাতা খতিয়ে দেখতে গিয়ে দেখেন তিন শিক্ষক ৯ মার্চ পর্যন্ত অগ্রিম স্বাক্ষর করেছেন। এছাড়া, তিনি দেখেন হাজিরা খাতায় ইংরেজির শিক্ষক সাখাওয়াৎ হোসেন ফেব্রুয়ারি মাসে ২৯ তারিখ পর্যন্ত স্বাক্ষর করেছেন।

এ প্রসঙ্গে সাখাওয়াৎ হোসেন জানান, এটা ভুলক্রমে হয়েছে। অফিসিয়াল প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধান শিক্ষক আমাকে তিরস্কার করেছেন। চিঠিতে শাস্তির ধারা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, তদন্ত ছাড়া প্রধান শিক্ষকের তিরস্কার দণ্ড দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে সরকারি শিক্ষক সমিতির নেতারা।

শিক্ষক সমিতির এক নেতা বলেন, তদন্ত শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তিরস্কার দণ্ড দেওয়ার এখতিয়ার রাখেন বলে আমরা জেনেছি। কারণ, সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ ডিজি অফিস, প্রধান শিক্ষক নন।

আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড