• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিকে বাধ্যতামূলক নৈতিক ডায়েরি ব্যবহারের নির্দেশ

  অধিকার ডেস্ক

১৮ মার্চ ২০১৯, ০৯:৪০
প্রাথমিক বিদ্যালয়
ছবি : প্রতীকী

শিক্ষার্থীদের চেতনায় মূল্যবোধ জাগ্রত করতে প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক নৈতিক ডায়েরি ব্যবহারের নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিদিন সমাবেশ ও শ্রেণিকক্ষে নীতিবাক্য অনুশীলন করাতে এবং প্রতিটি শিক্ষার্থীর নৈতিক ডায়েরি ব্যবহার করাতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তরের দেওয়া এ নির্দেশনায় উল্লেখ্য করা হয়- শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশে প্রতিদিন সমাবেশ ও শ্রেণিকক্ষে নীতিবাক্য অনুশীলন করাতে হবে। প্রতিটি শিক্ষার্থীর নৈতিক ডায়েরির ব্যবহারও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে ৮৩টি নীতিবাক্য ও নৈতিক ডায়েরির ছক।

এ বিষয়ে কর্মকর্তারা জানান, ‘এক কাজ বারবার করলে তা অভ্যাসে পরিণত হয়। মানুষের মস্তিষ্ক এভাবেই গঠিত। বারবার করা ভালো কাজ জীবনের মূল্যবোধে রূপান্তরিত হয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ফুটিয়ে তুলতে তাই প্রতিদিন নীতিবাক্য পাঠ ও সে নীতিবাক্যগুলো অনুশীলন করাতে হবে।’

আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড