• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধান শিক্ষকের পদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  অধিকার ডেস্ক

১৭ মার্চ ২০১৯, ১০:৩৬
বিদ্যালয়
হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ছবি : সংগৃহীত)

কিশোরগঞ্জের হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন শিক্ষক আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

জানা যায়, প্রথমে স্কুলের ভেতরে সংঘর্ষ শুরু হলেও পরবর্তীতে তা বাইরে ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া, এ ঘটনার প্রতিবাদে শিক্ষকদের একটি পক্ষ ও তাদের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন নিয়ে শিক্ষকরা দুই ভাগে বিভক্ত হয়ে যান। এ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শিক্ষকদের একটি পক্ষ প্রদীপ কুমার সরকারকে প্রধান শিক্ষক হিসেবে মানে। আরেক পক্ষ কাজী আছমাকে প্রধান শিক্ষক হিসেবে মানে। এ নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায় বিদ্যালয় পরিচালনা কমিটিও। এ কারণে গেল ৯ মাস ধরে শিক্ষকদের বেতন ভাতা বন্ধ রয়েছে বলেও জানান তারা।

আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড