• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্থগিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা পরীক্ষা রবিবার থেকে

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১১

পরীক্ষা
ছবি : ইন্টারনেট

২০১৭ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা আগামী রবিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

ডিপ্লোমা কোর্সের জন্য ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে বগুড়ার এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ নামের একটি প্রতিষ্ঠানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগের রাতে পরীক্ষা স্থগিত করা হয়।

নিয়মকানুন না মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ভর্তির দায়ে বগুড়ার বিএসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের অধিভুক্তি বাতিল করেছে হাইকোর্ট। এদিকে বুধবার (১৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির করা রিটের নিষ্পত্তিতে হাইকোর্ট এ রায় দেয়। একইসাথে যেসব শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন তারাও পরীক্ষা দিতে পারবেন না বলে হাইকোর্টের আদেশে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড