• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারি হলেন প্রাথমিকের ৪ শিক্ষক

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৭

প্রাথমিক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (ছবি : ইন্টারনেট)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪ জন শিক্ষককে সরকারিকৃত অস্থায়ী ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ দিয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা- পটুয়াখালীর দশমিনা উপজেলার উত্তর পশ্চিম রণগোলাপদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা বেগম, সহকারী শিক্ষক তানজিলা, সহকারী শিক্ষক সুখি বেগম এবং সহকারী শিক্ষক শিরিনা আক্তার শিমু।

তথ্যে জানা যায়, প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ আইন, ১৯৭৪ এর ৩(১) ধারার অধীনে প্রণীত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ এর বিধি ৪ এর উপবিধি (১) এ প্রদত্ত কর্তৃত্ববলে শর্তসাপেক্ষে এসব শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে।

তবে শর্ত হিসেবে এসব শিক্ষককে ৩ বছরের মধ্যে প্র্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে বলা হয়েছে। এছাড়া সরকারি চিকিৎসা কর্মকর্তা এসব শিক্ষককে স্বাস্থ্যগতভাবে উপযুক্ত প্রত্যয়ন করলেই তারা নিয়োগপ্রাপ্ত হবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড