• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

র‌্যাবের অভিযানে ফার্মগেটের কোচিং সেন্টার সিলগালা

  অধিকার ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০২

র‌্যাব
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ছবি : সংগৃহীত)

সরকারের নির্দেশ অমান্য করে রাজধানীর ফার্মগেট এলাকায় অবৈধভাবে কোচিং সেন্টার চালানোর দায়ে ছয়টি কোচিং সেন্টারে সিলগালা ও পাঁচজনকে জরিমানা করেছে র‌্যাব।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই অভিযান চালান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম জানান, সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে এসব কোচিং সেন্টার পরিচালনা করছিল। তবে এর আগে কোচিং সেন্টার বন্ধের জন্য অভিযান চালানো হলেও তারা কোচিং ব্যবসা বন্ধ করেনি।

তিনি আরও জানান, অভিযানে ফার্মগেট এলাকার ছয়টি কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে এবং সংশ্লিষ্ট পাঁচজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। তবে অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে র‌্যাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এখনও চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড