• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদারিপুরে কোচিং করানোর দায়ে ২ শিক্ষককে জ‌রিমানা

  অধিকার ডেস্ক    ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৮

কোচিং
ছবি : প্রতীকী

মাদারীপুরে কোচিং করানোর দায়ে দুই শিক্ষককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক জালালউদ্দিন ও সৈয়দ আবুল হোসেন একাডেমির সহকারী ইংরেজি শিক্ষক সমতল গাইন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাদের দুজনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়। তারা দুজন চলমান এসএসসি পরীক্ষার দায়িত্বে রয়েছেন।

মাদারীপুর র‌্যাব-৮ এর কমান্ডার রইসউদ্দিন জানান, দুই শিক্ষক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং করাচ্ছিলেন। তাই তাদের আটক শেষে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোচিং করানোর দায়ে এ দুই শিক্ষককে মাদারীপুর র‌্যাব-৮ এর কমান্ডার রইসউদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সরকার কোচিং সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। নির্দেশ অমান্য করে ওই দুই শিক্ষক গোপনে কোচিং চালু রাখেন। এ কারণে দুজনকেই জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড