• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রেণিকক্ষে কোচিংয়ের পাঠদান, স্কুল সিলগালা

  অধিকার ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

সিলগালা
ছবি : সংগৃহীত

কোচিং সেন্টার চালানোর অভিযোগে রংপুরের গ্লোবাল রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ ফ্রেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা চলাকালে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে স্কুলশিক্ষক কামরুল ইসলাম সাজু পরিচালিত রাফি কোচিং সেন্টার চালু রাখা হয়। পরীক্ষার প্রথম দিনে আদর্শপাড়ায় বেসরকারি প্রতিষ্ঠান গ্লোবাল রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ ব্যবহার করে ওই কোচিং সেন্টারটির পাঠদান চলছিল। খবর পেয়ে ইউএনও সেখানে অভিযান চালায়।

পরে বিষয়টি হাতে-নাতে ধরা পড়ায় গ্লোবাল রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সিলাগালা করে দেন। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়।

আরও পড়ুন- এসএসসি পরীক্ষা : ঝরে পড়েছে সাড়ে ৫ লাখ শিক্ষার্থী

মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রাফি কোচিং সেন্টারের পরিচালক কামরুল ইসলাম সাজু বলেন, ‘এক মাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশে আমরা গ্লোবাল বিদ্যালয়ে ক্লাস নিতে চাচ্ছিলাম। সকালে এসে ইউএনও স্যার সিলগালা করে দিয়েছেন।’

এ বিষয়ে ইউএনও জানান, কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে জানানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড