• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে সাত কেন্দ্রসচিবকে শোকজ

  অধিকার ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৬

পরীক্ষা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম (ছবি : সংগৃহীত)

২০১৯ সালের এসএসসি পরীক্ষার প্রথমদিনে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাত কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.মাহবুব হাসান।

তিনি জানান, ‘বিভিন্ন কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা তদন্ত করে বিধি অনুযায়ী কেন্দ্র সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যবস্থাও অবশ্যই হবে।’

আরও পড়ুন:

আরব আমিরাতে এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন!

একদিনে দুই বার পরীক্ষা!

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এই সাত কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের ‘ভুলে’ ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড