• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁপাইনবাবগঞ্জে এসএসসির প্রথমদিনে অনুপস্থিত ৯৮

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৮
পরীক্ষা
ছবি : প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জে ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ছিল ৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি শাখায় ৩২ জন, দাখিলে ৫৬ ও এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল শাখায় অনুপস্থিত ছিল ১০ শিক্ষার্থী।

পরীক্ষার প্রথম দিন সকালে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইকবাল হোছাইন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিবসহ অন্যান্য কর্মকর্তা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্রের সচিব তরিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ২৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে ২০ হাজার ৯৬৪ জন। এর মধ্যে জেলায় ১৫টি কেন্দ্রে ১৫ হাজার ৩১৬ জন এসএসসি, ৬টি কেন্দ্রে ৪ হাজার ১৮৪ জন দাখিল ও ৭টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৪৬৪ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড