• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাত বছরের মধ্যে রাজশাহীতে পাশের হার হ্রাস

  মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী

২৯ নভেম্বর ২০২২, ১০:১২
সাত বছরের মধ্যে রাজশাহীতে পাশের হার হ্রাস
পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়েছে শিক্ষার্থী (ফাইল ছবি)

সাত বছরের মধ্যে এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার কমেছে। গত সাত বছরের চেয়ে এবার এ বোর্ডে পাশের হার নিম্ন। ২০১৬ সালের পর গত ৬ বছরে কখনোই ৮৬ ভাগের নিচে এসএসসিতে পাশের হার হয়নি।

এ বছর সেটি নেমে রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৮৮। সারা দেশের গড় পাশের হারের চেয়েও এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার কমেছে। এবার মোট পাশ করেছে ১ লাখ ৬৭ হাজার ৫২১ জন শিক্ষার্থী।

এবার এ বোর্ডের অধীনে আটটি জেলা থেকে এক লাখ ৯৭ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯৫ হাজার ১২৪ জন। এর মধ্যে ৮৫ দশমিক ৮৮ ভাগ পরীক্ষার্থী পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। তারা পেয়েছে ২৩ হাজার ৩৭৫ জন। আর ছেলেদের মধ্যে পেয়েছে ১৯ হাজার ১৪২ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০১৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৯৫ দশমিক ৭০। পরের বছর ২০১৭ সালে ছিল ৯০ দশমিক ৭০, ২০১৮ সালে ছিল ৮৬ দশমিক ০৭, ২০১৯ সালে হয় ৯১ দশমিক ৬৪, এরপর ২০১৯ সালে হয় ৯০ দশমিক ৩৪, ২০২১সালে বেড়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৭১। এবার সেটি নেমে হয়েছে ৮৫ দশমিক ৮৮।

রাজশাহীর ৫৩ কেন্দ্রে ৫০৮ প্রতিষ্ঠানের ৩০ হাজার ৭৬৯, চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেন্দ্রে ২৩৭ প্রতিষ্ঠানের ১৫ হাজার ৩৯, নাটোরে ২৬ কেন্দ্রে ২৯ প্রতিষ্ঠানের ১৭ হাজার ৯৩৯, নওগাঁর ৩৯ কেন্দ্রে ৪২১ প্রতিষ্ঠানের ২৩ হাজার ৭৫৬, বগুড়ার ৪২ কেন্দ্রে ৪৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৯৯৭, পাবনার ৩১ কেন্দ্রে ২৯৯ প্রতিষ্ঠানের ২৯ হাজার ৮২১, সিরাজগঞ্জে ৪৬ কেন্দ্রে ৩৪৬ প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৬২১, জয়পুরহাটে ১৭ কেন্দ্রে ১৪০ প্রতিষ্ঠানের ৯ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড