• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএসসির প্রস্তুতি নিয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন

  শিক্ষা ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ১১:১৪
ডা. দীপু মনি
এতে বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সার্বিক বিষয়ে এতে বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছিল। সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।

তার আগে পরীক্ষার সূচি সংক্রান্ত একটি খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরই আজ সকালে এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড