• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষা ক্যাডারে অধ্যাপক পদে ৬০৯ জনের পদোন্নতি

  শিক্ষা ডেস্ক

৩১ জুলাই ২০২০, ২২:৫৬
শিক্ষা মন্ত্রণালয়
ছবি : সংগৃহীত

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬০৯ জন সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দুজন লিয়েনে থাকায় তাদের যোগদান সাপেক্ষে পদোন্নতি কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এ সংক্রান্ত আদেশের অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১৪ ও ১৫তম ব্যাচের বেশিরভাগ কর্মকর্তা রয়েছেন।

গত ২৬ জুলাই বিকেলে কমিটির সভায় পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করা হয়। কিছু ভুল থাকায় তা সংশোধন করে পদোন্নতিপ্রাপ্তদের সরকারি আদেশ জারি করা হয়।

জানা গেছে, এসব কর্মকর্তাকে অনলাইনে যোগদান করতে হবে। তাদের যোগদানের বিস্তারিত তথ্য দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তারা নিজ নিজ কর্মস্থলে কর্মরত থাকবেন।

আরও পড়ুন : পদন্নোতি পেয়ে অধ্যাপক হলেন ঢাকা কলেজের ১৪ শিক্ষক

সূত্র জানায়, পদোন্নতি কমিটির তৃতীয় ও শেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত ২৬ জুলাই। এর আগে ২৩ জুলাই দ্বিতীয় দফায় সভা বসে। প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৯ জুলাই। পদাধিকারবলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসির) সভায় সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড