• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লার সেই খালেকের স্কুলে শতভাগ পাশ

  শিক্ষা ডেস্ক

৩১ মে ২০২০, ১৮:৩৭
চাঁদপুর হাইস্কুল
চা বিক্রেতা আব্দুল খালেক (ছবি : সংগৃহীত)

২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের চা বিক্রেতা আব্দুল খালেকের প্রতিষ্ঠিত নলুয়া চাঁদপুর হাইস্কুল শতভাগ পাস অর্জন করেছে।

রবিবার (৩১ মে) নলুয়া চাঁদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ বছর এই স্কুল থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। এর আগেও এই স্কুল থেকে শতভাগ পাস করেছে। তবে এইবার সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে। নলুয়া চাঁদপুর স্কুল থেকে এবার সপ্তম ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।’

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে তিন জন জিপিএ-৫ পেয়েছে, ২৭ জন পেয়েছে এ, পনের জন পেয়েছে এ মাইনাস এবং একজন বি।

আরও পড়ুন : মাদরাসা বোর্ডে দেশসেরা এনএস কামিল মাদরাসা

কুমিল্লার প্রত্যন্ত এলাকার দরিদ্র চা বিক্রেতা আব্দুল খালেকের সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা একখণ্ড জমি দান করে এই স্কুলটি গড়ে তুলেছেন। গত নভেম্বর মাসে স্কুলটি এমপিও ভুক্ত হয়েছে।

এ ব্যাপারে আব্দুল খালেক বলেন, ‘শিক্ষার্থীদের এই ফলে আমি খুবই খুশি। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা একসময় নিজের এলাকা ও দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আমি আশাবাদী।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড