• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাইলস্টোনে শতভাগ পাস, জিপিএ-৫ ৯৩৫

  শিক্ষা ডেস্ক

৩১ মে ২০২০, ১৬:৩৯
মাইলস্টোন কলেজ
ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলে সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মাইলস্টোন কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৩৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনের হার ৬৭.৭০%।

পরীক্ষায় ভালো ফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অবসরপ্রাপ্ত) বলেন, ‘আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা সারাবছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। অর্থাৎ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পুরো শিক্ষাবর্ষে একসঙ্গে এগিয়ে চলি এবং একটি সেরা ফল অর্জনে সক্ষম হই।’

তিনি বলেন, ‘পরীক্ষায় ভালো ফল লাভের পাশাপাশি একজন শিক্ষার্থী যেন ভালো মানুষ হয়ে জীবন গড়তে পারে সে ব্যাপারেও মাইলস্টোন কলেজ সর্বদা সচেষ্ট থাকে। এ জন্য নিয়মিত পড়াশুনার পাশাপাশি সকল প্রকার সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।’

আরও পড়ুন : কাল থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন

তিনি কলেজ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে প্রতিটি পরীক্ষায় আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে শিক্ষার্থীসহ সকলকে নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড