• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কারিগরি শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ছাড়

  শিক্ষা ডেস্ক

২৭ মে ২০২০, ১৭:৩১
ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের টাকার চেক ছাড় করা হয়েছে।

বুধবার (২৭ মে) নির্ধারিত চারটি ব্যাংকে এসব চেক জমা দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ৮ জুন পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে করেছেন।

তিনি বলেন, ‘কারিগরি শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আজ নির্ধারিত ব্যাংকের শাখায় এসব চেক জমা দেওয়া হয়েছে। আগামী ৮ জুনের মধ্যে বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে বলা হয়েছে।’

এর আগে, চলতি মাসের মাঝামাঝি সময়ে এ স্তরের শিক্ষক-কর্মচারীদের ইদ-উল-ফিতরের অর্থ নির্ধারিত ব্যাংকে জমা দেওয়া হয়। তবে নতুন করে তালিকাভুক্ত হওয়া প্রায় সাড়ে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলেও এর মধ্যে মাত্র ১২১ জন শিক্ষক-কর্মচারীকে ইদের আগে বকেয়া বেতন, ইদ বোনাস ও বৈশাখী ভাতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে

অধিকাংশ শিক্ষক-কর্মচারীরা আবেদন করলেও আবেদন অসম্পূর্ণ হওয়ায় সকলকে ইদের আগে বেতন-ভাতা ও বোনাস দেওয়া সম্ভব হয়নি বলে কারিগরি অধিদপ্তর থেকে জানানো হয়। তবে বঞ্চিতদের নতুন করে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড