• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর তহবিলে একদিনের বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়

  শিক্ষা ডেস্ক

০৫ এপ্রিল ২০২০, ২০:২৮
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : সংগৃহীত)

করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেওয়া সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলতে মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকরা। তাদের সবার একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা তাদের বৈশাখী ভাতার ২০ শতাংশ প্রধানমন্ত্রীর তহবিলে দান করেছেন। মোট টাকার পরিমাণ ২৪ কেটি।

আরও পড়ুন : বেসরকারি শিক্ষকদের মার্চের বেতন ছাড়

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা মোকাবেলায় সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন অনুদান দেবেন শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি স্কুল শিক্ষকরা, সরকারি কলেজগুলোতে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও এ সহায়তা দিচ্ছেন। রবিবার একদিনের বেতন অনুদান বাবদ প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব তাড়াতাড়িই এ বিষয়ে জানানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড