• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রীকে নিপীড়নের অভিযোগে শিক্ষক বরখাস্ত

  শিক্ষা ডেস্ক

২৯ মার্চ ২০২০, ১৪:১১
নওগাঁ
কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় (ছবি : সংগৃহীত)

ছাত্রীকে নিপীড়ণের অভিযোগে নওগাঁর মান্দায় কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার বিরুদ্ধে অতীতেও একই ধরনের একাধিক ঘটনার অভিযোগ রয়েছে।

সরেজমিনে জানা যায়, গত বুধবার স্কুল ছুটির দিন সকাল ১০টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে বিদ্যালয়ে ডেকে নেন। পরে ওই শিক্ষক ছাত্রীকে মেধাবৃদ্ধির কথা বলে যৌন উত্তেজক ওষুধ খাওয়ান। পরে ওই ছাত্রীকে টিনশেডের একটি কক্ষে নিয়ে যান। ঘটনাটি দেখে ফেলেন বিদ্যালয়ের নতুন ভবনে কাজ করা কিছু শ্রমিক। এরপর তারা ঘটনাটি প্রকাশ করে দিলেও স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

এ ঘটনায় গত শুক্রবার স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভায় অভিযুক্ত শিক্ষক রেজাউল হককে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনায় পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড