• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহ বোর্ডে জেএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

  শিক্ষা ডেস্ক

২৬ মার্চ ২০২০, ১৭:৩৫
বৃত্তি তালিকা
ময়মনসিংহ শিক্ষা বোর্ড (ছবি : সংগৃহীত)

জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের তালিকা প্রকাশ করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এদের মধ্যে ৭৫৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ২২৪ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) জেএসসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই গেজেট বা নামের তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, ২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ৪২ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে ৪৫০ টাকা দেবে সরকার। আর বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ৫৬০ টাকা করে দেয়া হবে। অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসিক ৩০০ টাকা হারে বৃত্তি দেয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ৩৫০ টাকা দেয়া হবে।

আরও পড়ুন : স্নাতকে বৃত্তি পাবে ৪ হাজার ৩৫৭ শিক্ষার্থী

আগামী দুই বছর বৃত্তির সুবিধা পাবেন তারা। ২০১৯-২০২০ অর্থবছরের রাজস্ব খাতভুক্ত এ বৃত্তির টাকা চলতি অর্থবছরের বাজেটের বৃত্তি মেধাবৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড