• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ছুটি বাতিল

  শিক্ষা ডেস্ক

২৩ মার্চ ২০২০, ১৬:৫৫
শিক্ষা কর্মকর্তা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (ছবি : সংগৃহীত)

জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সব ছুটি বাতিল ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (২২ মার্চ) এ নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এর সঙ্গে প্রাথমিকের জেলা ও উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জরুরি প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করতে হলে প্রাথমিকের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জেলা প্রশাসক বা ইউএনওর অনুমতি নিতে হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন : এবার বশেমুরবিপ্রবি লকডাউন

মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকল ছুটি বাতিল। তাদের জেলা-উপজেলা পর্যায়ে অবস্থান করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে জরুরি প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করতে হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড