• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরিদর্শনে এসে পরিষ্কার অভিযান চালালেন শিক্ষা অফিসার

  নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ ২০২০, ১৭:২৬
লালমনিরহাট
বিদ্যালয় প্রাঙ্গণ ঝাড়ু দিচ্ছেন শিক্ষা অফিসার নজরুল ইসলাম (ছবি : সংগৃহীত)

পরিদর্শনে এসে ঝাড়ু দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ও টয়লেট পরিষ্কার করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার কেতকিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বিদ্যালয় পরিদর্শনে আসেন। তখন তিনি বিদ্যালয় প্রাঙ্গণ অপরিষ্কার ও শিক্ষার্থীদের টয়লেটে তালা লাগানো দেখতে পান।

তখন শিক্ষা অফিসার নিজেই বিদ্যালয় মাঠ ঝাড়ু দেন এবং টয়লেটের তালা খুলে পরিষ্কার করেন। বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘শিক্ষার্থীদের জন্য নির্ধারিত টয়লেটে সবসময় তালা লাগানো থাকে। হেড স্যারকে জানালে আমাদেরকে ধমক দেয়।’

আরও পড়ুন : তিতুমীরে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, ‘টয়লেটের তালা লাগানোর বিষয়ে জানি না। বিদ্যালয় মাঠ প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় পরিদর্শনে এসে অপরিষ্কার দেখে আমি নিজেই পরিষ্কার করেছি। প্রতিটি বিদ্যালয় নিজের মনে করে নিতে হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড