• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হলিক্রস স্কুলে শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা 

  নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২০, ২২:২৫
নবাবগঞ্জ
পুরুস্কার বিতরণী ( ছবি : সংগৃহীত)

নবাবগঞ্জের হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে চার দিনব্যাপী আন্তঃস্কুল-কলেজ ও শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকালে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে কলেজের অধ্যক্ষ ব্রাদার আলবার্ট রত্নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. বেনজীর আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে দোহার সার্কেলের এএসপি এসএম জহিরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. বেনজীর আহম্মদ বলেন, ‘২০৪১ সালে আগে যারা দেশের নেতৃত্ব দিবে তাদেরকে এখনই তৈরি করতে হবে। তাদের শারীরিক সুস্থতা, নৈতিকতা, দেশপ্রেমী, নেতৃত্বে গুণাবলী থাকবে। তাদেরকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হলে এখনই শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।’

আরও পড়ুন : ছাত্রী উত্যক্তের অভিযোগে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের দাবি

পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। রাতে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড