• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক শিক্ষকে চলছে বিদ্যালয়, পাঠদান ব্যাহত

  শিক্ষা ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫২
শিক্ষার্থীরা বঞ্চিত
খেঁজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছবি : সংগৃহীত)

একজন শিক্ষকেই চলছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার খেঁজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমাদের বিদ্যালয়ে একজন স্যার ছাড়া আর কাউকে দেখি না। আমাদের নিয়মিত ক্লাস হয় না এবং ক্লাসের রুটিন অনুসারে আমরা পড়তে পারি না। এমনকি মাঝে মধ্যে বিদ্যালয়ের পিটিসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকে। বছরের শুরু থেকে ক্লাস না করতে পারলে আমাদের লেখাপড়া চরম ক্ষতি হবে। কীভাবে আমরা আমাদের বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় অংশ নেব?

অভিভাবক লোকমান জানান, প্রধান শিক্ষক বিভিন্ন সময় প্রতিষ্ঠানের কাজে বাইরে থাকেন। তাহলে কীভাবে এ বিদ্যালয়টি চলে?

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, এই বিদ্যালয়ে ২০১৭ সালে রিফাত সুলতানা নামে একজন সহকারী শিক্ষক যোগদান করেছিলেন। কিন্তু তারপর থেকে তিনি আর বিদ্যালয়ে আসেননি। অন্য আর একজন সহকারী শিক্ষক প্রশিক্ষণে আছেন। আমার একার পক্ষে পাঠদান ও অফিসের কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের কাঙ্ক্ষিত শিক্ষা থেকে।

আরও পড়ুন : আহত দুই শিক্ষার্থীকে দেখতে ঢামেকে শিক্ষামন্ত্রী

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহিদুল ইসলাম বলেন, খেঁজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাত সুলতানা অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। এ বিদ্যালয়ে শিগগিরই শিক্ষক দেওয়া হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড