• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা

  শিক্ষা ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৫
প্রতিষ্ঠানের তালিকা
কারিগরি শিক্ষা অধিদপ্তরের লোগো (ছবি : সম্পাদিত)

যেসব বিদ্যালয়ে ৫০ কিংবা তার কম শিক্ষার্থী রয়েছে সেসব প্রতিষ্ঠানের তালিকা করে অন্য বিদ্যালয়ের সঙ্গে মার্জ করে সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।তবে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সুনির্দিষ্ট প্রস্তাবে মার্জ করা বিদ্যালয়ের নাম উল্লেখ থাকতে হবে।

এ প্রস্তাব আগামী ১৫ মার্চের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর সফট কপি পুনরায় প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নির্দেশ প্রদান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আরও পড়ুন : আহত দুই শিক্ষার্থীকে দেখতে ঢামেকে শিক্ষামন্ত্রী

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ৫০ কিংবা তার কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়ের বাস্তব চিত্রের প্রতিবেদন সংক্রান্ত একটি পত্র প্রেরণ করা হয়েছে। প্রেরিত পত্রের প্রেক্ষিতে প্রাপ্ত তথ্য এবং এপিএসসি ২০১৮ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এরই প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য চেয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড