• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আহত দুই শিক্ষার্থীকে দেখতে ঢামেকে শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৮
শিক্ষামন্ত্রী
সংঘর্ষের ঘটনায় আহত ঢাকা কলেজ শিক্ষার্থীদের খোঁজ নিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত)

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষার্থীদের দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে যান। এ সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

যে দুই শিক্ষার্থীকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে গেছেন তারা হলেন- হাসপাতালের আইসিইউতে ভর্তি ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম আহমেদ সোয়াত ও ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি সাফওয়ান সাফি।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, দুটি কলেজের শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কোনো কারণে ধস্তাধস্তি, মারামারি হয়। এরমধ্যে একে অন্যকে এইভাবে ছুরিকাঘাত করবে এটা কখনো কারও কাম্য নয়। এগুলো প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও শক্ত ভূমিকা নিতে হবে।

আরও পড়ুন : ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ শিক্ষার্থী

মন্ত্রী বলেন, আমি উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বলব, উভয় ক্যাম্পাস যেন শান্ত থাকে। আমরা যেন আর এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের সহিংসতা না দেখি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড