• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষক নিয়োগ : শূন্য পদের তথ্য সংশোধনের সময় বৃদ্ধি

  শিক্ষা ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩২
শিক্ষক নিয়োগ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের লোগো (ছবি : সংগৃহীত)

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আবারো শূন্য পদের তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

জানা গেছে, ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পর্যালোচনায় দেখা যায় বেশ কিছু প্রতিষ্ঠান এতে ভুল তথ্য দিয়েছে। ফলে আবারো তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য জমা হয়েছে।

এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, কোনো প্রার্থীকে নিয়োগ সুপারিশ করার পরেও তার এমপিও হয় না শূন্য পদের ভুল তথ্যের কারণে। যা প্রার্থীদের মানসিকভাবে দুর্বল করে দেয়। ২য় চক্রের শিক্ষক নিয়োগ সুপারিশ পাওয়া কয়েকশ শিক্ষক এ জটিলতার কারণে এখনও এমপিওভুক্ত হতে পারেননি। পরবর্তী নিয়োগ সুপারিশ প্রক্রিয়ায় যাতে এ জটিলতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে শূন্য পদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে।

শিক্ষক নিয়োগ : দশম শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্র দিতে মানা

আগামী ৫ মার্চ পর্যন্ত জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শূন্য পদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড