• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ফের ইউজিসির বৈঠক

  নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১২
সমন্বিত ভর্তি পরীক্ষা
৩৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বৈঠক (ছবি : সংগৃহীত)

সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ নেতৃত্বে ৩৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আবার বৈঠকে বসেছেন। তবে এতে অংশ নেয়নি ঢাবি, রাবি ও জাবির কোনো প্রতিনিধি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ইউজিসি মিলনায়তনে এই বৈঠক শুরু হয়েছে।

দেশের বড় পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন সিদ্ধান্তে সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগ হোঁচট খাওয়ায় ইউজিসির পক্ষ থেকে সবগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে নতুন করে বসার আহ্বান জানানো হয়।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি সব উপাচার্যের সঙ্গে বৈঠক করেই ইউজিসি এবার থেকেই সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।

এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানোর আগে ইউজিসির পক্ষ থেকে জানানোও হয়েছিল যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটও এতে ‘রাজি’ হয়েছে। কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েট আগের মতোই আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রীর লেখা পড়বে দুই কোটি শিক্ষার্থী

এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ইউজিসির মধ্যেই। তবে এ সমস্যা নিরসনের লক্ষ্যেই আজকের বৈঠক।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড