• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিক ও ইবতেদায়ির বৃত্তির ফল জানবেন যেভাবে

  শিক্ষা ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১
বৃত্তির ফল
প্রাথমিকের শিক্ষার্থীদের উল্লাস (ছবি : সংগৃহীত)

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলের ভিত্তিতে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট ৮২ হাজার ৪২২ জন বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই ফল প্রকাশ করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ওয়েবসাইটে এই ফল পাওয়া যাবে। স্থানীয়ভাবে এ ফল বিভাগীয় উপপরিচালকের কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা পর্যায়ে পাওয়া যাবে। এছাড়া মোবাইলে মেসেজের মাধ্যমেও ফল জানা যাবে।

যেভাবে জানবেন (পিইসি পরীক্ষার্থীদের জন্য):

ডিইপি থানা/উপজেলা কোড নং, রোল নম্বর, সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

যেভাবে জানবেন (ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য):

ইবিটি থানা/উপজেলা কোড নং, রোল নম্বর, সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

আরও পড়ুন : প্রাথমিক সমাপনীর পুনর্নিরীক্ষার ফল প্রকাশ

উল্লেখ্য, এবার মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে সাড়ে ৪৯ হাজার। মেধা কোটায় বৃত্তিপ্রাপ্তরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ৩০০ টাকা এবং আর সাধারণ কোটায় ২২৫ টাকা করে বৃত্তির অর্থ পাবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড