• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্বিতীয় শিফটের ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনে

মাগুরায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

  মাগুরা প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৯
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট
শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

শিক্ষক-কর্মচারীদের দ্বিতীয় শিফটের ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউটের ৫২ জন শিক্ষক-কর্মচারী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন সমাবেশ করে।

এ সময় দ্বিতীয় শিফটের পারিশ্রমিক ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি মাগুরা শাখার সভাপতি বাবুল কুমার ভট্টাচার্য, সদস্য রামচন্দ্র সরকার, বাংলাদেশ পলিটেকনিক কর্মচারী সমিতির সভাপতি আবদুল জলিল প্রমুখ।

আরও পড়ুন : শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

বক্তারা বলেন, সারা বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা দ্বিতীয় শিফটে দায়িত্ব পালনের ক্ষেত্রে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ পারিশ্রমিক পেতেন। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে তাদের ভাতা ২৫ শতাংশে নামিয়ে আনা হয়। যে ঘটনার প্রতিবাদে এবং পূর্বের মতো পারিশ্রমিক প্রচলন এবং উত্তরোত্তর শতভাগে উন্নীত করার দাবিতে তারা এই মানববন্ধন সমাবেশ করছেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড