• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্বিতীয় শিফটের সম্মানী ভাতার দাবিতে মানববন্ধন

  কাপ্তাই প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭
কাপ্তাই
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে  মানববন্ধন  (ছবি : দৈনিক অধিকার)

দ্বিতীয় শিফটে সম্মানী ভাতার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তারা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

তারা জানান, ‘দীর্ঘদিন যাবত দেশের সকল পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সকল শিক্ষক-কর্মকর্তারা মূল বেতনের সঙ্গে শতকরা ৫০ ভাগ সম্মানী ভাতা উত্তোলন করছিলেন। কিন্তু ২০১৮-১৯ অর্থবছরে এই সম্মানী ভাতাকে অতিরিক্ত সুবিধা উল্লেখ করে ২০০৯ পে-স্কেলের শতকরা ৫০ ভাগ উত্তোলনের আদেশ দেন। এতে সম্মানীর হার বর্তমান মূল বেতনের শতকরা ২৫ ভাগেরও নিচে নেমে এসেছে। এতে স্বাভাবিক জীবনযাপনে কষ্ট হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন : বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক পরিষদ কাপ্তাই শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম আফরাদ জোয়ারদার, বাংলাদেশ শিক্ষক সমিতি কাপ্তাই শাখার সভাপতি সুজিত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন কর্মচারী সমিতি কাপ্তাই শাখার সভাপতি মো. নুরুজ্জামানসহ প্রমুখ।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড