• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঞ্জাবে স্কুলবাসে আগুন, নিহত ৪

  শিক্ষা ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৭
মাইক্রোবাসে অগ্নিকাণ্ড
পুড়ে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী মাইক্রোবাস (ছবি : সংগৃহীত)

ভারতের পাঞ্জাব রাজ্যে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুর্ঘটনা স্থলেই পুড়ে মারা গেছে চার শিশু।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজ্যটির সানগ্রুর জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

এ বিষয়ে পুলিশ জানায়, ওই মাইক্রোবাসে ১২জন শিশু স্কুল থেকে বাড়ি ফিরছিল। এর মধ্যেই দুর্ঘটনা ঘটে। তাদের আট জনকে উদ্ধার করা হয়েছে।

একজন হাকিমের নেতৃত্বে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

এক টুইটে তিনি বলেন, সানগ্রুর থেকে আসা খবর জেনে খুব দুঃখভারাক্রান্ত হয়েছি। সেখানে স্কুল ভ্যানে আগুন লাগায় ৪ শিশুকে হারিয়েছি আমরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাকিমের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন : ফেসবুকে সুইসাইড নোট লিখে তিতুমীর কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

পুলিশ জানিয়েছে, সড়কের আশপাশের ক্ষেতে কর্মরত লোকজন আট শিশুকে নিরাপদে গাড়ির বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। আগুন লাগার পর চালক মাইক্রোবাসটির দরজা খুলতে চেষ্টা করলেও খুলতে ব্যর্থ হন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড