• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএসসির পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের নকল সরবরাহ!

  শিক্ষা ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৪
নকল সরবরাহ
কেন্দ্রের বাইরে থেকে ভেতরে নকল সরবরাহ করছেন এক যুবক (ছবি : সংগৃহীত)

গাইবান্ধায় এসএসসির গণিত পরীক্ষা চলাকালে নকল সরবরাহে শিক্ষকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাফাই গেয়ে কেন্দ্র সচিব বলেন, পরীক্ষা একটু শিথিল করা হচ্ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিভাবকদের অভিযোগ, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া না হলে শিক্ষার্থীরা মেধাশূন্য হবে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের মানসিকতাও নষ্ট হয়ে যাবে।

অভিযোগ স্বীকার করে কেন্দ্র সচিব ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষাকক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে শিক্ষার্থীরা লিখতে পারে না। এজন্য একটু শিথিল করে পরীক্ষা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন : পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, জানেন না কেন্দ্র সচিব

তিনি আরও বলেন, ‘অস্বীকার করার কিছু নেই। সহযোগিতা ছাড়া ছেলে-মেয়েরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না।’

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড