• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দায়িত্বহীন কর্মকাণ্ডে ১১ কেন্দ্র সচিবকে শোকজ

  শিক্ষা ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২২
কেন্দ্র সচিবকে শোকজ
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষা বোর্ডে আয়োজিত সভায় উপস্থিত না থাকায় ১১ কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে গত ২০ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল কেন্দ্র সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন না, যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

কেন্দ্র সচিবদের ‘দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য’ কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না- তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আগামী শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা : ইউজিসি

যেসব কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে- ঢাকার সেনাপল্লী হাইস্কুল ঢাকা-৮৫, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল ও কলেজ, সরকারি আইটি উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ-২, মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন মোগড়াপাড়া, ভুলতা উচ্চ বিদ্যালয় ভুলতা কেন্দ্র, জনতা উচ্চ বিদ্যালয় ব্রাক্ষ্মণকালী কেন্দ্র, গণবাংলা উচ্চ বিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর-৩, ফরিদপুর উচ্চ বিদ্যালয় ফরিদপুর-৫ কেন্দ্র, ২নং রামদিয়া উচ্চ বিদ্যালয় রামদিয়া কেন্দ্র এবং খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ খাসেরহাট।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড